ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

৩ কারণে রাজধানী জুড়ে যানজট

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৩, ২০১৫ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

Janjotনিজস্ব প্রতিবেদক : রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ভিআইপি মুভমেন্ট এবং গত দুদিনের হরতালের পর রাস্তায় গাড়ির চাপ অস্বাভাবিকহারে বেড়ে যাওয়ায় শনিবার সকাল থেকেই রাজধানী জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ট্রাফিকের ঊর্দ্ধতন এক কর্মকর্তার সঙ্গে কথা বলে যানজটের নেপথ্যের এ ৩ কারণ জানা যায়।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আসলে রাজধানীতের এখন যে পরিমাণ গাড়ি, রাস্তা আছে তার অর্ধেক। তবে ভিআইপি মুভমেন্টের সময় রাস্তা বন্ধ রাখতে হয়। এসব কারণেই রাজধানীর যানজট নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।’
এদিকে সরেজমিনে রাজধানী ঘুরে দেখা যায়, বেলা সাড়ে ১২টায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীরা রাজধানী বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে উপস্থিত হতে থাকে। পরবর্তিতে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সংগঠনটির নেতাকর্মীরা একটি র‌্যালি বের করে।
র‌্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়েল অপরাজেয় বাংলা থেকে শুরু করে শাহবাগ হয়ে মৎস ভবন, কাকরাইল বিজয় নগর পল্টন হয়ে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ ছাত্রলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় শাহবাগ থেকে মৎস ভবন, কাকরাইল, পল্টন ও গুলিস্তানের সব রাস্তা বন্ধ করে দেয়া হয়। বিকল্প রাস্তা হিসেবে রূপসী বাংলা হোটেলের পাশের রাস্তা ব্যবহার করতে বলা হয়। কিন্তু র‌্যালিটি চলায় এসময় গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়।
রাজধানী জুড়ে অস্বাভাবিক যানজটের ব্যাপারে জানতে ট্রাফিকের অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রাজধানীর কয়েকটি পয়েন্টে ডাইভার্শনের কাজ চলার কারণে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। তবে বিকেলের মধ্যে যানজট কমে আসবে।’
এদিকে, দুপুর সোয়া ১টায় প্রধানমন্ত্রীসহ অন্য ভিআইপিরা দুপুরের বিরতীতে বাসভবনে ফেরেন। এসময় রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে শুরু করে বিজয়স্মরণী, ফার্মগেট কলেজ গেট ও এর আশাপাশের রাস্তা বন্ধ করে দেয়া হয়। ফলে রাজধানীর কল্যাণপুর থেকে শুরু করে আসাদগেট এলাকা পর্যন্ত সৃষ্টি হয় ব্যাপক যানজটের। একই সঙ্গে রাজধানীর শেরে বাংলানগরে বাণিজ্য মেলা শুরু হওয়ায় ওদিকের রাস্তাতেও সৃষ্টি হয়েছে ব্যাপক যানজটের।