ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

শাটল ট্রেনের পাইপ কেটে দিল চবি ছাত্রলীগ

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৩, ২০১৫ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

CUচবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেন অবরোধ করেছে ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন ভিএক্স। তাপস সরকারের প্রকৃত হত্যাকারীদের বিচারের এবং আটক নেতাকর্মীদের মুক্তিসহ ছয় দফা দাবিতে ট্রেন অবরোধ করে তারা।
শনিবার সকালে ষোলশহর রেল স্টেশনে ট্রেনের হুশ পাইপ কেটে দেয় অবরোধকারীরা।
জানা যায়, অবরোধকারীরা বিশ্ববিদ্যালয়ের দু’টি শাটলের মোট ১২টি হুশ পাইপ কেটে দিয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে প্রথম ট্রেনটি সকাল ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনো ট্রেন ছেড়ে যায়নি।
ভিএক্স কর্মী আনোয়ার জায়িদ অনিক বলেন, ‘যতোক্ষণ পর্যন্ত আমাদের ছয় দফা মেনে নিয়ে নেতাকর্মীদের হলে তুলে দেয়া না হবে ততোদিন পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ অবরোধ চলবে।’
এদিকে অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থীই স্টেশনে কয়েক ঘণ্টা অপেক্ষার পর হতাশ হয়ে ফিরে গেছেন। যাদের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তারা বিকল্প পথে ক্যাম্পাসে এসেছেন। তবে অবরোধের কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি স্বাভাবিকের চেয়ে অনেক কম।
এ বিষয়ে জানতে ষোলশহর স্টেশন মাস্টার সাহাব উদ্দিন বলেন, ‘কে বা কারা বিশ্ববিদ্যালয় শাটলের হুশ পাইপ কেটে দিয়ে গেছে। ফলে বিশ্ববিদ্যালয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’
দেখা গেছে, এ কারণে অধিকাংশ বিভাগেই ক্লাস হচ্ছে না। ফলে যারা কষ্ট করে ক্যাম্পাসে এসেছেন তারাও হতাশ হচ্ছেন।
এ বিষয়ে নাম না প্রকাশ করার শর্তে রাজনীতি বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘ছাত্র সংগঠনগুলোর ঘন ঘন এমন অবরোধের কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা ভোগন্তির শিকার হচ্ছি। এটি কোনো মতেই কাম্য নয়। ছাত্র সংগঠনগুলো নিজেদের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার শিক্ষার্থীকে জিম্মি করতে পারে না।’
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভিএক্স এবং সিএফসি গ্রুপের সংঘর্ষে সিএফসি গ্রুপের তাপস সরকার নামের এককর্মী নিহত হন। এর পর থেকেই ক্যাম্পাস থেকে বিতাড়িত হয় ভিএক্স নেতাকর্মীরা। ফলে নেতাকর্মীদের পুনরায় হলে তুলে দেয়াসহ ছয় দফা দবিতে এ অবরোধের ডাক দেয় তারা।