স্পোর্টস ডেস্ক : গেল ২০১৪ সালে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ১৪৭১ রান করেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। দ্বিতীয় সেরা ১১৭৫ রানও আরেক লঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাট থেকে এসেছে। ব্রেন্ডন ম্যাককুলাম, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের পর গেল বছরের ষষ্ঠ সেরা পারফরমার পাকিস্তানের ইউনিস খান। তালিকার দশ নম্বরে আছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক বিরাহ কোহলি।
৪ সেঞ্চুরিতে ২২ ইনিংস থেকে ৭৩.৫৫ গড়ে ১৪৭১ রান করেছেন সাঙ্গাকারা। এই বছরের নিজের ক্যারিয়ার সেরা ইনিংসও খেলেন লঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যান। গেল বছরের ফ্রেবুয়ারিতে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩১৯ রানের ইনিংস খেলেন সাঙ্গা। টেস্ট ক্রিকেটে ২০১৪ সালের সেরা পারফরমারদের তালিকায় দুইয়ে থাকা ম্যাথুসও কম যাননি। দুই সেঞ্চুরিতে ২১ ইনিংস থেকে ৭৩.৪৩ গড়ে ১১৭৫ রান করেন শ্রীলঙ্কান অলরাউন্ডার।
পারফরমারের তালিকার তিনে থাকা ব্রেন্ডন ম্যাককুলাম মাত্র ১৭ ইনিংস থেকেই ৬৮.৪৭ গড়ে ১১৬৪ রান সংগ্রহ করেছেন।এই রান সংগ্রহের পথে নিজের ক্যারিয়ার সেরা ৩০২ রানের ইনিংস খেলেন ম্যাককুলাম ভ্রাতাদের বড়জন। তবে মাস্টার স্ট্রোকের জন্য গেল বছরকে ভুলতে পারবেন না স্টিভ স্মিথও। অতীত হওয়া ২০১৪ সালে টেস্টে সবচেয়ে বেশি ৮১.৮৫ স্ট্রাইকরেটে ১১৪৬ রান করেন অসি অধিনায়ক। এই সময়ে পাঁচ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে।
১৮ ইনিংস থেকে টেবিলের পাঁচ নম্বরে থাকা ডেভিড ওয়ার্নারের সংগ্রহ ১১৩৬ রান। ছয় সেঞ্চুরির সুভাস ছড়ানোর মাঝে ৬৩ বেশি স্ট্রাইক রেট ছিল অস্ট্রেলিয়ান ওপেনারের। ছয় নম্বরে থাকা পাকিস্তানের ইউনিস খান সমান সংখ্যক ইনিংস খেলে নিজের নামের পাশে ১০৬৪ রান জমা করেন। পাঠান ব্যাটসম্যানের স্ট্রাইকরেট ৬৬.৫৫, সেঞ্চুরির সংখ্যা পাঁচটি। হাজার রান এসেছে মাহেলা জয়বর্ধনের ব্যাট থেকেও। তালিকার সাতে তিনি।
এরপর বছরের সেরা পারফরমারের তালিকায় আট নম্বরে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ১৮ ইনিংসে ৯৯৮ রান এসেছে ব্লাক ক্যাপস ব্যাটম্যানের উইলো থেকে। তালিকার নয়ে থাকা মুরালি বিজয় ২০ ইনিংসে ৮৫২ রান করেন। আর দশে থাকা বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে ৮৪৭ রান। স্ট্রাইকরেট ৪৪.৫৭। সেঞ্চুরি চারটি। সর্বোচ্চ ১৬৯ রানের ইনিংস খেলেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক।