বিনোদন ডেস্ক : অরন্য আনোয়ারের রচনা ও পরিচালনায় নির্মাণ হচ্ছে নতুন ধারাবাহিক দহন। এ ধারাবাহিকটিতে দুটি নতুন চরিত্রে যুক্ত হলেন অরুণা বিশ্বাস এবং ফারহানা মিলি।
এরই মধ্যে ধারাবাহিকটির ৫২ পর্বের শ্যুটিং শেষ হয়েছে। শিগগিরই নাটকটির প্রচার শুরু হবে বলে নির্মাতা জানান।
অরুণা বিশ্বাস বলেন, ‘বেশকিছুদিন আগে ধারাবাহিক নাটকটিতে কাজ করেছি। নাটকটির গল্প বলার ধরণ আমার খুব ভালোলেগেছে।’
ফারহানা মিলি বলেন, ‘অরুণা দিদি’র অভিনয় সেই ছোটবেলা থেকে দেখে আসছি। আমার ভীষণ প্রিয় একজন নায়িকা তিনি। তারসঙ্গে একই নাটকে কাজ করতে পারবো ভাবিনি। জুনিয়রদের প্রতি তার আন্তরিকতা, সহযোগিতা বারবার মনে করিয়ে দেয় তারা এদেশের সত্যিকারের শিল্পী।’