বিনোদন ডেস্ক : থিয়েটার থেকে টেলিভিশন হয়ে এবার চলচ্চিত্রে কাজ করবেন লিয়ার আহম্মেদ। নতুন বছরের শুরুতেই তিনি শ্যুটিং শুরু করবেন ‘মনমাঝি’ নামের একটি চলচ্চিত্রে।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক আনোয়ার হোসেন মজনুসহ চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট কলাকৌশলীরা।
লিয়ার আহম্মেদ বলেন, ‘মনমাঝির গল্প নির্মাণ হয়েছে গ্রামীণ প্রেক্ষাপট নিয়ে। তরুণদের মধ্যে শহর থেকে গ্রামে চলে আসার যে প্রবণতা সেটা ফেরানোই এই ছবির উদ্দেশ্য। ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন নবাগত মিতু। তার সঙ্গে আমার আগের পরিচয় নেই। তবে তিনি বগুড়ার থিয়েটারে ভালো কাজ করতেন বলে আমি শুনেছি।’
পূবাইল ও রাঙামাটির বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শ্যুটিং হবে বলে তিনি জানান।