ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

৫ জানুয়ারি ঘিরে টানটান উত্তেজনা

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৩, ২০১৫ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

rizvi-hanifচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আগামী ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশ ও বিএনপির কালো পতাকা মিছিল ঘিরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টানটান উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য গোলাম রাব্বানীর ওই দিন কানসাটে জনসভা করার ঘোষণা দেয়ায় সংঘাতের আশঙ্কা রয়েছে।
তবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও আওয়ামী লীগের পৃথক কর্মসূচি যাতে সংঘাতে পরিণত না হয় সেজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চাঁপাইনবাবগঞ্জ বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা জানান, ৫ জানুয়ারি সারাদেশের ন্যায় শিবগঞ্জেও বিএনপি কালো পতাকা মিছিলসহ সমাবেশ করবে।
পাশাপাশি শিবগঞ্জে ওই দিন কালো পতাকা মিছিল ও সমাবশ করবে বলে জানিয়েছেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নজরুল ইসলাম।
অন্যদিকে, ইউনিয়ন, থানা ও জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে উজ্জীবিত ও সংগঠিত দলীয় নেতাকর্মীদের নিয়ে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোলাম রাব্বানী গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে কানসাট কলেজ মাঠে জনসভার ডাক দেয়ায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
আওয়ামী লীগের এক কর্মী সভায় তিনি হুঙ্কার দিয়ে বলেন, ‘দলীয় নেতাকর্মীর ওপর এবার কোনো হামলা হলে বিএনপি-জামায়াত জোটকে দাঁতভাঙা জবাব দেয়া হবে।’
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মদ জানান, ৫ জানুয়ারিকে ঘিরে শিবগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলায় সংঘাত ও নাশকতার আশঙ্কা থাকলে কোনো দলকেই সমাবেশ করতে দেয়া হবে না। তবে বিএনপি-জামায়াত এখন পর্যন্ত কোনো মিছিল ও সমাবেশ করার অনুমতির জন্য আবেদন করেনি বলেও জানান তিনি।