ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

নানা সমস্যায় জর্জরিত গ্রামীণ জীবন

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৩, ২০১৫ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

Savar-Gono-University
আবুল হায়াত বাচ্চু, সাভার : টানা একমাস দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রত্যন্ত এলাকায় গবেষণা চালিয়ে অর্থনৈতিক ও সামাজিকসহ নানা সমস্যায় গ্রামীণ জীবন জর্জরিত হয়ে উঠেছে বলে দাবী করেছে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে গণবিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত এক মাস গ্রামে থেকে যা দেখেছি, যা শিখেছি শীর্ষক আলোচনা অনুষ্ঠানে ওই গবেষণা ফল প্রকাশ করে শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, কৃষি শিল্পে ক্রমাগত লোকসানের ফলে গ্রামের মানুষ শহরমুখী হয়ে পড়ছে। যার প্রভাব পড়ছে খাদ্য নিরাপত্তায়। কৃষি বিমুখ হয়ে পড়ছে মানুষ। এই সমস্যা থেকে উত্তরণে কৃষিকে লাভজনক করার উদ্যোগ নেয়ার দাবী জানায় তারা।
এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থীদের উপস্থাপনায় গণস্বাস্থ সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ লায়লা পারভীন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থের প্রতিষ্ঠাতা জাফর উল্লাহ চৌধুরী, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, হাজেরা সুলতানা, এ্যাডভোকেট মোস্তফা লুৎফল্লাহ, ইয়
াছিন আলী এ্যাডভোকেট টিপু সুলতানসহ গণবিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন শিক্ষকবৃন্দ ও রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন উপ-রেজিস্ট্রার মীর মুর্তুজা বাবু।
গবেষণা ফলাফলের সঙ্গে একমত পোষণ করেন অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যরা। তারা বলেন, গ্রামের উন্নতি না হলে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। এ জন্য গ্রামের উন্নয়নে এখনই পরিকল্পনা নিতে হবে।