নিজস্ব প্রতিবেদক : সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশকে কেন্দ্র করে জাতীয় প্রেস ক্লাবে হামলা করেছে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কর্মীরা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে ওই সমাবেশে ভাষণ দিয়ে বের হওয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় প্রেসক্লাবের বাইরে অবস্থান নেয়া মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কর্মীরা লাঠিসোটা নিয়ে প্রেসক্লাবের ফটক টপকে ভেতরে ঢুকে বিএনপি কর্মীদের ওপর হামলা চালায়।
যদিও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কর্মীদের হামলাকে অস্বীকার করে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রেসক্লাবের মধ্যে আজ সাংবাদিকদের বেতন-ভাতা রোয়েদাদ ও সদস্যপদের দাবিতে সমাবেশ ছিলো, সেই সমাবেশে বহিরাগতরা হামলা চালায়। সমাবেশে হঠাৎ করে হামলা চালিয়ে যে ধৃষ্টতা দেখানো হয়েছে তার নিন্দা জানানোর ভাষা নেই। দেশের ভিতরে যারা জঙ্গিবাদ সৃষ্টির পাঁয়তারা করছে তারাই এখানে হামলা করেছে। দেশের এসব শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিবাদ জানাতে হবে।’
প্রেসক্লাবের মধ্যে যারা বহিরাগত আছে তারা এখানে হামলা করে উত্তেজনা ছড়িয়েছে উল্লেখ করে সোবহান বলেন, ‘যারা এখনো প্রেসক্লাবের ভেতরে বহিরাগত আছেন তারা বের হয়ে যান। প্রেসক্লাব বহিরাগতদের কোন স্থান নয়, এটা পেশাজীবী সাংবাদিকদের জায়গা।