নিজস্ব প্রতিবেদক : গুলশানের নিজ কার্যালয়ে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন বেগম খলেদা জিয়া চাইলে বাসায় যেতে পারবেন বলে জানিয়েছেন গুলশান জোনের ডিসি লুৎফর রহমান।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অবস্থানরত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বেগম খালেদা জিয়াকে কার্যালয়ের বাইরে যেতে দেয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওনাকে বাইরে যেতে দেয়া হবে কি না তা আমরা বলতে পারবো না। তবে ওনি বাসায় যেতে চাইলে আমরা ওনাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো।’
চেয়ারপারসনের কার্যালয়ের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা সকল আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে লুৎফর রহমান বলেন, ‘পুলিশ ও সাংবাদিক আমরা একে অপরের পরিপূরক। এখানকার নিরাপত্তার নিশ্চিত করা যেমন আমাদের অ্যাসাইন্ট জব, ঠিক তেমনি গণমাধ্যমকর্মীদেরও এ ইভেনটি প্রচার করা অ্যাসাইন্ট জব। তাই আমরা তাদের কাজেও বাধা দেবো না এবং তারাও আমদের কাজে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।’
এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে মুঠোফোন বন্ধ রাখার নির্দেশ দিয়ে বলেন, ‘দায়িত্বরত অবস্থায় যদি আপানাদের ফোনটি বেজে উঠে তাহলে মনস্তাত্বিকভাবে কাজে বেঘাত ঘটতে পারে।’