নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রয়োজন সাপেক্ষে তার নিরাপত্তা দেয়ার সময় বাড়তে পারে।
সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খলেদা জিয়া আটক নয়, তিনি চাইলে যে কোনো জায়গায় মুভ করতে পারেন। যাতায়াতের সময় তাকে নিরাপত্তা দেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খালেদা জিয়া আটক নন, তা হলে তার কার্যালয়ের গেটে তালা দেয়া হয়েছে কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গেটে তালা দেয়ার বিষয়টি তিনি জানেন না। আমি বিষয়টি দেখছি।’
ঢাকায় ১৪৪ ধারা বা সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকার পরেও ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ রাজধানীর বিভিন্ন স্থানে জমায়েত হচ্ছে-এটা আইনের লঙ্ঘন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘ আওয়ামী লীগে এটি পূর্ব নির্বাধিত কর্মসূচি ছিল। সে জন্য তারা জমায়েত হয়েছে। তারা জনসভা করবে না। বিশৃঙ্খলাও করবে না।’