ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৬, ২০১৪ ৬:১০ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল প্রতিনিধি :

পুলিশের ওপর হামলা করে মাদকসহ আটক এক আওয়ামী লীগ নেতার পাঁচ সহযোগীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এ সময় তাদের হামলায় দুই পুলিশ গুরুতর আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে ওই আওয়ামী লীগ নেতাসহ ছয়জনকে আটক করা হয়।

শুক্রবার রাত সাড়ে নয়টায় বরিশাল সদরে কাউনিয়া থানা এলাকাধীন জোর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন মুরাদ হোসেন রিন্টু, সালাউদ্দিন আহমেদ, সালমান ওয়াহিদ, মেহেদি হাসান, মোস্তাফিজুল ইসলাম এবং এ কে আজাদ।

কাউনিয়া থানার অফিসার্স ইনচার্জ কাজী মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, কাউনিয়া থানার মোবাইল নাইট টিম পাঁচজন পুলিশ সদস্য নিয়ে নগরের ওই এলাকায় ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ হাসান রিন্টুর বাসায় অভিযান চালায়। বাসায় তল্লাশি শেষে গাঁজাসহ পাঁচজনকে আটক করে পুলিশ। তাদের থানায় নিয়ে আসার সময় ২০ থেকে ২৫ জনের একটি দল পুলিশের গাড়িতে হামলা চালায়। জোর মসজিদ এলাকায় হামলাকারীরা আসামিদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় পুলিশ বাধা দিলে সন্ত্রাসীদের হামলায় দুই পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাপক তল্লাশি করে তাদের আটক করে।