বিনোদন ডেস্ক : সোমবার সকালে ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে রিট করেছেন নবাগত নায়িকা হ্যাপি। হ্যাপির আইনজীবী এ রিট দায়ের করেন। রিটে বলা হয়েছে, বিশ্বকাপ স্কোয়াড থেকে রুবেলের নাম কেন প্রত্যাহার করা হবে না। এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার পাসপোর্ট জব্দ করার আবেদনও করেছেন হ্যাপী।
হ্যাপি বলেন, ‘আমি আমার আইনজীবীর পরামর্শে রিট আবেদন করেছি। সঠিক বিচার পাওয়ার জন্যই এ রিট আবেদ করা হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, ক্রীড়া সচিব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, ঢাকার মুখ্য মহানগর হাকিম, ক্রিকেটার রুবেল হোসেন, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এবং মিরপুর মডেল থানার ওসিকে রিটে বিবাদী করা হয়েছে বলে হ্যাপি জানান।
৬ জানুয়ারি রিটের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
বলে রাখা ভালো, গত ১৩ ডিসেম্বর জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মিরপুর মডেল থানায় ধর্ষণের মামলা করেছিল হ্যাপি। মামলায় চার সপ্তাহের জামিনে আছেন রুবেল। ১৩ জানুয়ারি রুবেল ও হ্যাপি আদালতে হাজির হবেন।