ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রাজপথে আ.লীগ, আত্মগোপনে বিএনপি

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৫, ২০১৫ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

Feni-A.Legueফেনী প্রতিনিধি : ৫ জানুয়ারি আওয়ামী লীগের ‘গণতন্ত্র রক্ষা দিবস’ আর বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবসে’ ফেনীর রাজপথ দখলে রেখেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
তবে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের সোমবার জানান, তারা মাঠে আছেন, মাঠে থাকবেন। গা ঢাকা দেয়ার প্রশ্নই আসে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। এসব স্থানে তাদের অস্থায়ী মঞ্চ বানিয়ে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর পাশাপাশি খণ্ড খণ্ড মিছিল ও দল বেঁধে মহড়া দিতে দেখা গেছে। তবে শহরের কোথাও ২০ দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম জানান, তারা বিকেল ৩টায় গণতন্ত্র রক্ষা দিবসের জনসভা করবেন এবং রাজপথ দখলে রাখবেন।
এদিকে, সকাল থেকে শহরে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। তবে মহিপাল থেকে কুমিল্লা পর্যন্ত যানবাহন চলছে।
এরআগে, রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার রাত থেকে শহরে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।