ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি অফিসে অগ্নিসংযোগ-ভাঙচুর

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৫, ২০১৫ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

nator BNPনাটোর প্রতিনিধি : ৫ জানুয়ারিকে কেন্দ্র করে গুরুদাসপুর উপজেলা বিএনপি নয়াবাজারের অফিস, ধারাবারিষা ও চাপিলা ইউনিয়ন বিএনপি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
একই সঙ্গে  উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজের মৎস্য খামারবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর-লুটপাট করা হয়েছে।
এ এসব ঘটনায় আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেছেন বিএনপি নেতারা।
সোমবার সকাল ৯টার দিকে প্রথমে ধারাবারিষা ইউনিয়ন বিএনপি ও নয়াবাজারে উপজেলা বিএনপি অফিস এবং সাড়ে ৯টার দিকে আব্দুল আজিজের খামারবাড়িতে হামলা চালিয়ে ওই ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
এরপর বেলা ১১টায় নয়াবাজার বিশ্বরোড মোড়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মন্ডল মেহেদী হাসানের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগ ব্যান্ড বাজিয়ে আনন্দ উল্লাস মিছিল প্রদর্শন অব্যাহত রাখে।
বেলা ১২ টার দিকে গুরুদাসপুর, চাঁচকৈড় বাজার এলাকায় ছাত্রলীগ সভাপতি সরকার মেহেদী হাসানের নেতৃত্বে লাঠি মিছিল হয় ও নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীর নেতৃত্বে মোটরসাইকেলে লাঠি শোডাউনের মাধ্যমে নাজিরপুর এলাকায় আতঙ্কের সৃষ্টি করা হয়।
এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার চাপিলা ইউনিয়ন বিএনপির মিছিলে হামলা চালিয়ে বিএনপি দলীয় অফিস ও বিএনপি নেতা আব্দুস সামাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এ ঘটনায় এলাকার সর্বত্র থমথমে অবস্থা বিরাজ করছে। তবে মিছিল মিটিং বা রাস্তায় দেখা যায়নি বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের।
এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজ বলেন, ‘তাকে রোববার সন্ধ্যা থেকে বাসভবনে অবরুদ্ধ রেখে তার ব্যাক্তিগত মৎস্য খামারবাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে আওয়ামী লীগ ক্যাডাররা।’
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী এসব অভিযোগ অস্বীকার করে জানান, তারা গণতন্ত্র দিবস রক্ষায় শুধু শান্তিপূর্ণভাবে মিছিল করেছেন।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহীম হোসেন বলেন, ‘আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ শক্ত অবস্থানে আছে। এর বেশি তিনি কিছু বলেননি।’