ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

মৈত্রী এক্সপ্রেস ট্রেনের বাড়তি ট্রিপ চালু

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৫, ২০১৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

moitri-expressনিজস্ব প্রতিবেদক : আজ সোমবার থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের বাড়তি টিপ চালু হয়েছে। যাত্রী সার্ভিস বাড়াতে ভারত ও বাংলাদেশ সরকার এই বাড়তি ট্রিপ চালুর সিদ্ধান্ত নেয়।
প্রথম ভারত থেকে গতকাল রোববার ৪ জানুয়ারি মৈত্রী এক্সপ্রেস ট্রেনের বাড়তি ট্রিপ নিয়ে বাংলাদেশে এসেছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ হতে ছেড়ে গেছে।
রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে বাড়তি টিপ চালুর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।  এ সময় মন্ত্রী বলেন, রেলকে উন্নয়ন করতে আমরা ৪৫টি পরিকল্পনা হাতে নিয়েছি। অনেক প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। শেষ হওয়া প্রকল্পের মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের বাড়তি টিপ দেয়া এটাও একটা প্রকল্প। রেলওয়ের যাত্রীসেবা বাড়াতে রেল কর্তৃপক্ষ সবসময় কাজ করে যাচ্ছে বলে মন্ত্রী জানান।
মৈত্রী এক্সপ্রেস ট্রেন উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ের সচিব মো: মনসুর আলী সরদার, রেলওয়ের মহাপরিচালক মো: আমজাদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক ( রোলিং স্টক) খলিলুর রহমানসহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রথম ৬ মাস ভারতীয় রেক দিয়ে এবং পরবর্তী ৬ মাস বাংলাদেশী রেকদ্বারা চক্রাকারে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ আগামী ২৯ জুন পর্যন্ত ভারতীয় রেক এবং ৫ জুলাই হতে বাংলাদেশী রেক কাজ করবে।
এছাড়া প্রথম ৬ মাস অর্থাৎ ৪ জানুয়ারি রোববার কোলকাতা-ঢাকা পথে এবং ৫ জানুয়ারি সোমবার ঢাকা- কোলকাতা পথে এবং পরবর্তী ৬ মাস অর্থাৎ আগামী ৫ জুলাই  রোববার হতে বাংলাদেশী রেক ঢাকা-কোলকাতা পথে এবং ৬ জুলাই সোমবার কোলকাতা-ঢাকা পথে চলাচল করবে। ট্রেনটির নম্বর, কম্পোজিশন ও সিট অ্যালটমেন্ট আগের মতোই রয়েছে।
মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সার্ভিস বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপ-আঞ্চলিক সহযোগিতা সংক্রান্ত সভার সিদ্ধান্ত এবং গত ২০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে এবং ভারতীয় রেলওয়ের মধ্যে এক সমঝোতা হয়।
এছাড়া ২৬-২৭ ভারতের কোলকাতায় অনুষ্ঠিত সভায় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের মানোন্নয়নের লক্ষ্যে অতিরিক্ত একটি রাউন্ড ট্রিপ বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সে আলোকে গত ১৬ নভেম্বর রেলওয়ের সচিব এর  সভাপতিত্বে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের অতিরিক্ত ট্রিপ পরিচালনার বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায়ও এ বিষয়ে সিদ্ধান্ত অনুযায়ী এ কার্যক্রম চালু করা হয়।