নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য চীনের ভিসা প্রক্রিয়াকে আরো সহজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
জাতীয় সংসদ ভবনে সোমবার ডেপুটি স্পিকারের নিজ কার্যালয়ে চীনের ইউনান প্রদেশের পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারউইম্যান এইচ. ই মি ডাও লিনইনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে ডেপুটি স্পিকার এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির পেছনে চীনের প্রশংসনীয় ভূমিকা আছে। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ। বাংলাদেশ জাতীয় ও অন্তর্জাতিক ক্ষেত্রে চায়না পলিসিকে গুরুত্বসহকারে বিবেচনা করে। তাই চীনের উচিৎ বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজিক সমতার প্রতি গুরুত্ব দিয়ে বাংলাদেশের অর্থনেতিক অগ্রগতিকে ত্বরান্বিত করে সরকারের ঘোষিত ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করা।’
পদ্মাসেতু নির্মাণ কাজে চীনা সরকারের সহোযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান ডেপুটি স্পিকার।
এসময় চীনা প্রতিনিধি ডাও লিনইন বলেন, ‘চীনও চায় বাংলাদেশ চীনের মধ্যে অর্থনৈতিক বাণিজ্যিকসহ সবধরনের সহযোগিতা অব্যাহত থাকুক। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে চীন আরো বেশি বিনিয়োগ বৃদ্ধি ও সবধরনের সহযোগিতামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। কারণ বাংলাদেশ এখন উদীয়মান অর্থনীতির অপার সম্ভাবনাময় একটি দেশ।’
বাংলাদেশে অর্থনীতি, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ সব ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের জন্য বাংলাদেশ সরকারের ভূয়াসী প্রসংশা করেন চীনা এ প্রতিনিধি।
এসময় তিনি ডেপুটি স্পিরকে চীন সফরের আমন্ত্রনও জানান। ডেপুটি স্পিকার তাকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইটি উপহার দেন এবং বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
বৈঠকে চীনা প্রতিনিধিদলের সদস্য মি. হি জিনপিং, মিস গুয়ান গুয়োফাং, মি. লি হুই, মিসেস ওয়াং ডানলি মিস গু রুই এবং ডেপুটি স্পিকারের কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।