হবিগঞ্জ প্রতিনিধি :
সদর উপজেলার সায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের ধুলিয়াখালে বাস-ম্যাক্সি মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০ জন।
আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটেছে।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, সকাল সাড়ে ছয়টার দিকে ম্যাক্সিটি শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ সদরে আসছিল। পথে ম্যক্সিটি ধুলিয়ারখাল এলাকায় এলে হবিগঞ্জ শহর থেকে সিলেটগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। এ সময় আহত হয়েছেন ১০ জন। হতাহতরা সবাই টেম্পোযাত্রী ছিলেন।
প্রাথমিকভাবে হতাহতদের পরিচন জানাতে পারেননি ওসি।