ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

খালেদার প্রস্তাবে একমত সুরঞ্জিত

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৬, ২০১৫ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

Suranjitনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া প্রস্তাবে একমত পোষণ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। তবে তার দেয়া সাতটি প্রস্তাবের দুইটিতে একমত পোষণ করেছেন সুরঞ্জিত।
তিনি বলেন, , ‘খালেদা জিয়ার দেয়ার সাতটি প্রস্তাবের মধ্যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা ও নির্বাচন আইন সংস্কারের বিষয়ে অন্ততপক্ষে আমি একমত পোষণ করি। তার এ দুটি প্রস্তাব গ্রহণ করা যেতে পারে।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থকগোষ্ঠী আয়োজিত চলমনা রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় সুরঞ্জিত এ কথা বলেন।
খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, ‘এমন কোনো কর্মসূচি দেবেন না যাতে মানুষ রাজনৈতিক দলগুলোকে বর্জন করে। গতকাল আপনার দলের নেতাকর্মীরাও আপনাকে বর্জন করেছে। আপনি চাইলেই আইনশৃঙ্খলাবাহিনীকে উপেক্ষা করে কার্যালয় থেকে বের হতে পারতেন। কিন্তু বের হলে কোথাও কোনো কিছু পেতেন না। কারণ আপনার দলের কোনো নেতাকর্মী রাজপথে ছিল না।’
তিনি বলেন, ‘সহিংসতা পরিহার করে গণতন্ত্রের পথে আসুন। সরকার সব ধরনের সহযোগিতা করবে আপনাকে। নিজেকে গণতন্ত্রের প্রতিপক্ষ বানাবেন না। গতকালের কর্মসূচির মতো আপনার দেয়া অবরোধও মানুষ প্রত্যাখ্যান করেছে এবং করবে। তাই বলবো এসব কর্মসূচি প্রত্যাহার করে মানুষের উন্নয়নে কোনো কর্মসূচি থাকলে সেটা নিয়ে ভাবুন।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সেলিমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক হুমায়ূন কবির মিজি, সাম্যবাদী দলের নেতা হারুন-উর চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের প্রতি নির্বাচনের আহ্বান জানিয়ে গত বুধবার সাত দফা প্রস্তাব দেন।
খালেদা জিয়া সাত দফায় বলেন, জাতীয় সংসদের নির্বাচন অবশ্যই একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে। গ্রহণযোগ্য, নিরপেক্ষ, দক্ষ, যোগ্য ও সৎ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে জাতীয় সংসদ ও মন্ত্রিসভা বিলুপ্ত হবে। আর নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই বেসামরিক প্রশাসনের সহায়তায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সারাদেশে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে। নির্বাচনী প্রচারাভিযান শুরুর আগেই চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। সব রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।’
এছাড়া সাত দফায় বর্তমান সরকারের আমলে বন্ধ করে দেয়া সব সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশন চ্যানেল খুলে দেয়ারও দাবি জানান তিনি। সেই সঙ্গে মাহমুদুর রহমানসহ আটক সব সাংবাদিকের মুক্তির দাবি জানান।