নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের ১১১নং ওয়ার্ডের পাশে নার্সদের ড্রেসিংরুমে তালা লাগিয়েছে থোড়াসিং বিভাগের চিকিৎসকরা।
ঢামেকে কর্মরত সিনিয়র স্টাফ নার্স সাবিনা শারমিন জানান, সকালে ডিউটিতে এসে তিনি দেখতে পান তাদের ডেসিংরুমে তালা।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দীর্ঘদিন যাবত চিকিৎসকরা আমাদের রুমটি তাদের নিজেদের কাজে ব্যবহারের জন্য পাঁয়তারা করে আসছিল। এর আগেও তারা একবার তালা লাগিয়েছিল। পরে পরিচালকদের নির্দেশে খুলে দেয়া হয়েছিল। তারা আজকে আবার তালা লগিয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা ১৫ জন স্টাফ নার্স শিফট অনুসারে রুমটিতে জামা-কাপড় পরিবর্তন করি। আজকে সকালে অনেক নার্স কাপড় পরিবর্তন করতে পারেন নাই। এ কারণে একই পোশাকে দায়িত্ব পালন করতে হচ্ছে।’
এসময় তিনি পরিচালকের কাছে দ্রুত রুমটি খুলে দেয়ার দাবি জানান।