ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

তথ্যমন্ত্রী জেনেশুনেই বলেছেন

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৬, ২০১৫ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

Kamalনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা মামলায় জড়ানোর ব্যাপারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু যে বক্তব্য দিয়েছেন তার প্রতি সমর্থন জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের যিনি হুকুম দেন তার নামে মামলা হয়, যিনি জড়িত থাকেন তার নামেও মামলা হয়। তথ্যমন্ত্রী যা বলেছেন জেনেশুনেই বলেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখব। নিশ্চয়ই তার কাছে এ তথ্য রয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় প্রেসক্লাব থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বের হয়ে আইন ভঙ্গ করলে তাকে গ্রেপ্তার করা হবে।’
ফখরুল গ্রেপ্তারের ভয়ে প্রেসক্লাবে রয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের ভয় করলে চলবে না।’
খালেদা জিয়ার কার্যালয়ের বাইরে তালা দিয়ে রাখা সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা মহানগর পুলিশ রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু খালেদা জিয়া সমাবেশ করার জন্য ওনার অবস্থানে রয়েছেন। তিনি যাতে সভা-সমাবেশে যোগ দিতে না পারেন সেজন্যই গেটে তালা দেয়া হয়েছে। ’
খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে আর কতো দিন পুলিশের অবস্থান থাকবে এবং রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ যতদিন মনে করবে ততদিন থাকবে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া অবরুদ্ধ নন, তিনি ইচ্ছা করলে বাসায় যেতে পারেন। ’
খালেদা জিয়া বাসায় যেতে পারলে পল্টন কার্যালয়ে যেতে পারবেন না কেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই তিনি যেতে পারবেন না।’