নিজস্ব প্রিতেবদক : কাকরাইল মসজিদের তাবলীগের একটি প্রতিনিধিদল বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে প্রবেশ করেছেন।
তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন মাওলানা আব্দুর রহিম নকীব। অপর দুই সদস্য হলেন-মাওলানা আব্দুল আউয়াল ও মাওলানা মোয়াজ্জেম হোসেন।
এর আগে এই প্রতিনিধিদলটি বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বেলা ১২টায় কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। কিন্তু অনমুতি না থাকায় পুলিশ তাদের ফিরিয়ে দেয়। পরে গুলশানের ডিসি লুৎফর রহমানের কাছ থেকে অনুমতি নিয়ে ২টা ৫০ মিনিটে তারা খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন। এর আগে মাওলানা ইফতেখার আলমের নেতৃত্বে বিশ্ব ইজতেমার দুই সদস্যের একটি প্রতিনিধিদল কার্যালয়ের গেটে পৌঁছলে তাদের ভেতর থেকে জানিয়ে দেয়া হয়, ‘পূর্ব অনুমতি ছাড়া ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ সম্ভব না।’
৫ জানুয়ারি সমাবেশ করতে না দেয়ায় বিএনপি চেয়ারপারসন দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন।
আগামী ৯ জানুয়ারি থেকে তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম দফার আয়োজন করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, খালেদা জিয়াকে ইজতেমার দাওয়াত দেয়ার পাশাপাশি তারা ইজতেমার জন্য অবরোধ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানাবেন।