বগুড়া প্রতিনিধি : তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। সোমবার রাতে বগুড়া সদর লাহিড়ীপাড়া ইউনিয়নের বথুয়াবাড়ী গ্রামে এ খুনের ঘটনা ঘটে। নিহত চয়েল হোসেন (২০) ওই গ্রামের ঠাণ্ড মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে বথুয়াবাড়ী লক্ষ্মীপুর গ্রামের তোবারকের দুই ছেলে রতন ও রফিকের মধ্যে গাভির দুধ দহনকে কেন্দ্র করে মারপিট শুরু হয়। একপর্যায়ে এক ভাই চাচাতো ভাই চয়েলের (২০) ঘরের টিনের বেড়ার সঙ্গে ধাক্কা খায়। এ নিয়ে বাকবিতণ্ড হলে রতন ও রফিক চাকু দিয়ে চয়েলের বুকে আঘাত করে।
এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিএসআই) শাহ আলম জানান, লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। এঘটনায় এখনো মামলা হয়নি।