আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রধানমন্ত্রী’ আব্দুল্লাহ আল তানির আজ্ঞাবাহী সেনাবাহিনী লিবীয় উপকূলে নোঙর করা একটি গ্রিক তেলবাহী জাহাজে বোমাবর্ষণ করেছে। এ ঘটনায় জাহাজে অবস্থানকারী ২ কর্মচারী নিহত হয়েছেন। রোববার এ ঘটনা ঘটে।
লিবীয় সামরিক বিভাগ এ ঘটনার প্রেক্ষিতে জানাচ্ছে, জাহাজটি সন্দেহজনক আচরণ করছিল।
জানা যায়, রোবাবার গ্রিসের তেলবাহী জাহাজটি লিবিয়ার উপকূলবর্তী দার্না নৌবন্দরে ভিড়তে চাইলে বন্দর কর্তৃপক্ষ তাদের অনুমতি দিতে প্রাথমিকভাবে অস্বীকৃতি জানায়। এরপর নিষেধাজ্ঞা অমান্য করে সীমানায় প্রবেশ করতে চেষ্টা করে তেলবাহী বিমানটি। তখন বন্দর কর্তৃপক্ষের সন্দেহ উদ্রেক হয়, তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করে। দপ্তর মনে করেছিল, জাহাজটি লিবীয় সশস্ত্র গোষ্ঠি ফজরে লিবিয়াকে সহায়তাকারী কোন জাহাজ হয়ে থাকবে।
এক্ষেত্রে মূলত উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে অসম্পূর্ণতা দায়ী হতে পারে। বোমাবর্ষণের পর ঘটনাটি প্রকাশিত হলে, রাষ্ট্রনির্বাহিত তেল উত্তেলক সংস্থা এনওসি জানায়, গ্রিক জাহাজটি লিবিয়া নির্দিষ্ট সময়ের জন্যে ইজারা নিয়েছিল।