আন্তর্জাতিক ডেস্ক : বোস্টন ম্যারাথনে বোমাহামলার দায়ে অভিযুক্ত প্রধান আসামী জোখার সারনায়েভের বিরুদ্ধে চূড়ান্ত শুনানির প্রেক্ষিতে জুরিবোর্ডের সদস্য নির্বাচন করার উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রাদেশিক আদালতের বিচারক জর্জ ওতোলে। এ মামলার রায়ে সারনায়েভের বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি হতে পারে।
২০১৩ সালের ১৫ এপ্রিল বোস্টন ম্যারাথনের এক জনাকীর্ণ প্রাতযোগীতার আসরে বাড়িতে নির্মিত বোমার বিস্ফোরণ ঘটান চেচেন বংশোদ্ভূত মার্কিন তরুণ, ২১ বছর বয়েসী সারনায়েভ। এতে তাৎক্ষণিক তিনজনের মৃত্যু ঘটে এবং আহত হন অন্তত ২৬০ দর্শক। জোখার সারনায়েভের বিরুদ্ধে মোট ৩০টি অভিযোগ আনা হয়, এবং তিনি ৩০টির বিপরীতেই নিজেকে নির্দোষ দাবি করেন।
জর্জ ওতোলে জানান, জুরিবোর্ডে ১২ নিয়মিত সদস্য ও ৬ অতিরিক্ত সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। পুরো প্রক্রিয়া শেষ হতে আরও অন্তত ৩ মাস প্রয়োজন হবে।
৫ জানুয়ারি সোমবার বোস্টন আদালতে, স্থানীয় সময় সকাল ৯টায় এ মামলার সর্বশেষ শুনানিতে, পক্ষ হয়ে লড়া আইনজীবীর সঙ্গে উপস্থিত হয়েছিলেন জোখার সারনায়েভ। এ সময়ে তার পরনে ছিল কালো টিশার্ট, তাকে অস্থির মনে হচ্ছিল, এবং কারও সঙ্গে কোন বাক্যকিনিময় করেননি।