আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি সময়েও খোঁজ মেলেনি মালয়েশিয়া বিমান সংস্থা এয়ার এশিয়ার ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরের দিকে ছেড়ে যাওয়া বিমানের মূল অংশের ধ্বংসাবশেষটির। ইন্দোনেশিয়া বিমানটির উদ্ধার অভিযানের ব্যাপকতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।
নিখোঁজ কিউজেড৮৫০১ এর জন্যে রাষ্ট্রীয়ভাবে পরিচালিত তল্লাশি অভিযানের সময়সীমা ও তৎপরতা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিমানটির উড্ডয়নের দেশ, ইন্দোনেশিয়া। তল্লাশি অভিযানে তৎপর সদস্যদের সর্বশেষ পাঠানো তথ্যের ভিত্তিতে গণমাধ্যমকে জানানো হয়েছে, বিমানটির লেজের অংশ চিহ্নিত করা গেছে বলে তারা মনে করছেন। ঐ অংশেই ব্লাক বক্সের অবস্থান।
দলটির প্রধান হেনরি বাম্বাং সোয়েলিস্তিও বিষয়টি নিশ্চিত করেন। গত বছরের শেষ মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে ২০১৪র ২৮ ডিসেম্বর, ইন্দোনেশিয়ার সুরবায়া থেকে সিঙ্গাপুরের দিকে যাত্রা করা বিমানটি ১৬২ আরোহী নিয়ে জাভা সাগরের ওপর থেকে অজ্ঞাত কারণে নিখোঁজ হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়াই এর অন্যতম কারণ। এখনও পর্যন্ত ৫টি যন্ত্রাংশ ও ৩৭টি মৃতদেহ আবিষ্কৃত হয়েছে। খারাপ আবহাওয়ার জন্যে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।