বিনোদন ডেস্ক : সবাইকে অবাক করে হুট করেই বিয়ে করেন মডেল ও অভিনেতা নিরব। কিন্তু বিয়ের খবরের প্রকাশের পর পরই নিরবের বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে এমন একটি সংবাদও প্রকাশ করতে হয়েছে গণমাধ্যম কর্মীদের।
তারপর মাথায় মামলা নিয়ে নিরব চলে গেলেন আত্মগোপনে। কোন খোঁজ নেই তার। দুটি ফোন নম্বরই বন্ধ। তাহলে কি সত্যিই নিরব অপহরণ করেছেন ঋদ্ধিকে? সবকিছুই কেমন জানি ফিল্মি কায়দায় চলছিলো। তবে সাংবাদিকরাও হাত গুটিয়ে বসে নেই। তারাও খুঁজে বের করেছেন নিরবকে। বাংলামেইলও পেয়ে যায় নিরবের সন্ধ্যান। বাংলামেইলকে নিরব বলেন, ‘দেখুন অপহরণের মামলাটি পুরোটাই হাস্যকর লেগেছে আমার কাছে। মামলার নথিতে যা লেখা আছে তা পড়লে না হেসে পারা যায় না। আমি শুধু বলবো আমার নামে যে মামলাটি করা হয়েছে তা একেবারেই ভিত্তিহীন এবং অযোক্তিক। ঋদ্ধিকে আমি ভালোবাসি সেও আমাকে ভালোবাসে। ঋদ্ধি স্বজ্ঞানে আমার কাছে এসেছে। তাকে জোর করে আনা হয়নি।’
নিরবের স্ত্রী ঋদ্ধিও কথা বলেন বাংলামেইলের সঙ্গে। ঋদ্ধি বলেন, ‘যেহেতু আমি চলে এসেছে বাবা মা এর কথা না শুনে সেহেতু তারা একটু রাগ করতেই পারেন। আমি মনে করি ওনারা রাগ করেই মামলাটা করেছেন। নিরব আমাকে অপহরণ করেনি। আমি নিজ ইচ্ছায় ওর সঙ্গে এসেছি। এবং ওকে বিয়ে করেছি।’
বলা ভালো, ২৬ ডিসেম্বর রাতে নিরবের সঙ্গে তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধির বিয়ে হয়। তারা ১৫ লাখ টাকা দেন মহরে বিয়ে করেন। ২৭ ডিসেম্বর রাতে ঋদ্ধির বাবা আবু তাহের চৌধুরী উত্তরা মডেল থানায় নিরবের বিরুদ্ধে অপহরণের মামলাটি করেন।