ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

দায়িত্বকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হেফাজতের ঘটনা : বেনজীর

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৬, ২০১৫ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

benjirনিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের বিদায়ী কমিশনার বেনজীর আহমেদ বলেছেন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনা।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আগামীকাল বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আসাদুজ্জামান মিয়া। এ কারনে শেষ দিন সাংবাদিকদের মুখোমুখি হন বেনজীর। বিদায়ী পুলিশ কমিশনার বলেন, “আমার দায়িত্বকাল পুরোটাই চ্যালেঞ্জের ছিল। এতো চ্যালেঞ্জের সুযোগ বিগত দিনে অন্য কোনো কর্মকর্তা হয়তো পাননি এবং ভবিষ্যতে কেউ পাবেন কিনা জানি না।”
নিজের দায়িত্বকালকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে উল্লেখ করেন বেনজীর আহমেদ। ২০১৩ সালের ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশের দিন তিন-চারজন আহত সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসা জন্য পাঠানোর বিষয়ও উল্লেখ করেন এ পুলিশ কর্মকর্তা।