ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

স্কুলের নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস!

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৬, ২০১৪ ৬:২১ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি :

সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ত্রিরানব্বইশল্লা গ্রামের বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের নলকূপের (পানির চাপকল) পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। গত কয়েকদিন ধরে এ দৃশ্য দেখতে স্কুল মাঠে ভিড় করছে হাজার হাজার উৎসুক জনতা।Noakhali-SCHOOL-p {focus_keyword} স্কুলের নলকূপে গ্যাস Noakhali SCHOOL p

শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সামনে দুবাইভিত্তিক দাতা সংস্থার অর্থায়নে বসানো নলকূপের উপরের অংশ দিয়ে গ্যাস বের হচ্ছে। যাতে দিয়াশলায়ের কাঠি দিয়ে আগুন দিলে জ্বলে উঠছে।

বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন জানান, গত এক মাস আগে হাজিরহাট ফাজিল মাদরাসার মোহতামিম নুরুল ইসলামের সহযোগিতায় ও দুবাইভিত্তিক দাতা সংস্থার অর্থায়নে বিদ্যালয়ের সামনে ২শ ৫০ ফিটের একটি নলকূপ বসানো হয়। এরপর থেকে প্রায় সময় পাইপের ভেতর থেকে হঠাৎ-হঠাৎ করে শব্দ বের হতো।

গত তিন দিন আগে সন্ধ্যায় বিদ্যালয়ের পিয়ন বাবুল, স্থানীয় শহিদ ও শাহজাহানসহ কয়েকজন নলকূপের ভেতর থেকে শব্দ আসছে শুনে কাছে যান। এ সময় তারা গ্যাস বের হচ্ছে বুঝতে পেরে টিউবওয়েলের পানিতে দিয়াশলায় কাঠি দিয়ে আগুন দিলে তা  জ্বলে ওঠে।

স্থানীয় বাসিন্দা সাহাব উদ্দিনসহ কয়েকজন বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমরা দিয়াশলায়ের কাঠি দিয়ে আগুন দিয়ে দেখেছি টিউবওয়েলের পানিতে আগুন জ্বলছে। এতে বুঝা যায় এখানে গ্যাস উঠছে।’

এলাকাবাসীসহ বিদ্যালয় কর্তৃপক্ষ এই নলকূপের পানির সঙ্গে গ্যাস নির্গত হওয়া বিষয়টি পরীক্ষা করে যথাযত পদক্ষেপ ও জাতীয় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান।