
নাটোর আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
নাটোর প্রতিনিধি : নাটোরে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত দুইজনকে নিজেদের কর্মী বলে পাল্টাপাল্টি দাবি করেছে আওয়ামী লীগ ও বিএনপি।
মঙ্গলবার বেলা ১১টায় নাটোর প্রেসক্লাব মিলনায়তনে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়। এ সময় গুলিতে নিহত রাকিবকে ছাত্রলীগকর্মী বলে দাবি করে আওয়ামী লীগ।
অন্যদিকে দুপুর ১টায় অপর এক সংবাদ সম্মেলনে বিএনপির আলাইপুরের অস্থায়ী কার্যালয়ে নিহত রাকিব এবং রায়হানকে নিজেদের কর্মী বলে দাবি করে জেলা বিএনপি।
আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুল এমপি লিখিত বক্তব্যে বলেন,‘গত ৫ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত সংবিধান সুরক্ষা ও গণতন্ত্রের বিজয় র্যালি উদযাপন কর্মসূচি ছিল। সারা দেশের ন্যায় নাটোরেও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উক্ত কর্মসূচি বাস্তবায়নের লক্ষে কর্মসূচি ছিল। শান্তিপূর্ণ কমসূচিতে অংশগ্রহণের জন্য ছাত্রলীগকর্মী রাকিব এবং তার বন্ধু রায়হান প্রস্তুতি গ্র নেয়ার সময় রাজনৈতিক প্রতিপক্ষ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সন্ত্রাসী আবুল ব্যাপারী ও বাবুল ব্যাপারীসহ তাদের সন্ত্রাসী বাহিনী তেবাড়িয়ার হাটের ছাগল হাটায় রাকিব ও রায়হান এর বুকে পিস্তুল ঠেকিয়ে গুলি করে হত্যা করে।
শান্তিুপূর্ণ নাটোরকে অশান্ত করা এবং অবৈধ প্রভাব বিস্তারের জন্য ছাত্রলীগ কর্মী রাকিব ও রায়হান কে হত্যা করে সকল দায় ভার মিথ্যাভাবে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেয়ার ষড়যন্ত্রমূলক ও হীন প্রচেষ্ঠায় লিপ্ত রয়েছে। বিএনপি-জামায়াত জোট মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, নিহতের ভাই মো. আনজুল নাটোর থানায় অভিযোগ দিয়েছে। দাখিলকৃত অভিযোগে তারা আওয়ামী লীগ পন্থী বলেছে এবং আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণের প্রস্তুতি নেয়া কথা বলা আছে।
সংবাদ সম্মেলনে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান এহিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক দাবি করেন, নিহত রাকিব নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক। রায়হান নাটোরের সিংড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের প্রচার সম্পাদক এবং রায়হানের পিতা সামসুল হক মিঠুন সিংড়া পৌরসভার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বলে দাবী করেন বিএনপি নেতারা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলা হয়, সোমবার ২০ দলীয় জোটের ডাকা গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে তেবাড়িয়া এলাকায় কালো পতাকা ও সমাবেশে অংশগ্রহণের জন্য সমাবেত হচ্ছিল স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠন। এ সময় আওয়ামী লীগের অন্ত্রধারী সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে রাকিব ও রায়হানকে গুলি করে হত্যা করে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার হরতালের ডাক দেয় জেলা বিএনপি।
বক্তব্যে আরও বলা হয়, আওয়ামী লীগ নিজেরাই খুন করে ছাত্রদল নেতাদের নিজেদের কর্মী বলে চালানোর চেষ্টা করছে। আওয়ামী লীগরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো ফয়সাল হোসেন আবুল ব্যাপারীকে সন্ত্রাসী বানানোর চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে নিহত রায়হানের বাবা সামসুল হক মিঠুনসহ নাটোর সদর উপজেলা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাটোর পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপি প্রচার সম্পাদক দেওয়ান শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।