ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ইজতেমায় আসা আফ্রিকার মুসুল্লিদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৬, ২০১৫ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

Ejtemaনিজস্ব প্রতিবেদক : বিশ্ব ইজতেমায় অংশ নিতে আফ্রিকা থেকে যেসব মুসুল্লি আসবেন তাদের বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার করে প্রবেশ করানোর নির্দেশ ‍দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
স্বাস্থ্যসচিব, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং ডিজি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ছয়জনেক এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এর আগে গত ১ জানুয়ারি চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি সংগঠন এ রিট আবেদন করে। মঙ্গলবার শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এ দিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল হালিম।
উল্লেখ্য, সম্প্রতি পশ্চিম আফ্রিকায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাস। ইতোমধ্যে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা গেছে। শুধু আফ্রিকাবাসীই নয়, সারাবিশ্বে ইবোলা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। বাংলাদেশও প্রাণঘাতী ইবোলা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে।
আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাচ্ছে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম সম্মিলন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ।