নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন ছাত্রদল নেতাকে মিছিল থেকে ধরে নিয়ে পিটিয়ে আহত করে পুলিশ দিয়েছে ঢাবি ছাত্রলীগ। তবে এর মধ্যে মারাত্মকভাবে আহত কাজী রওনকুল ইসলাম শ্রাবন (২৬) নামে এক ছাত্রদল নেতার অভিযোগ, ‘চা পানরত’ অবস্থায় তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে ছাত্রলীগ।
জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে ঢাবি ছাত্রদল একটা মিছিল বের করলে ছাত্রলীগের অতর্কিত হামলায় সেটি ছত্রভ্ঙ্গ হয়ে যায়। এসময় ওই মিছিল থেকে রওনকুল ইসলাম শ্রাবনসহ ৩ জনকে আটকের পর বেদম মারধর করে ছাত্রলীগ।
পরে তাদেরকে শাহবাগ থানা পুলিশের হাতে সোপার্দ করা হয়। এর মধ্যে মারাত্মক আহত ছাত্রদল নেতা রওনককে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (এসআই) সোহেল রানা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে (ঢামেক) নিয়ে যান।
তবে ঢামেকে চিকিৎসাধীন এই ছাত্রদল নেতা বলেছেন, ‘আজিজ সুপার মার্কেটের একটি চায়ের দোকানে চা পান করার সময় ছাত্রলীগ নামধারী একদল নেতাকর্মী লাঠিসোটা দিয়ে হামলা চালায় এবং আমাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে ফেলে রেখে যায়।’
আহত এই ছাত্রদল নেতা ঢাবির বাংলা বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। তিনি মহসিন হলের আবাসিক ছাত্র।