নিজস্ব প্রতিবেদক : ১ হাজার ৩৫৪ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে কুষ্টিয়া শহর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পসহ মোট ৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
প্রাক্কলিত ব্যয়ের মধ্যে সরকারি অর্থ তহবিল (জিওবি) ১ হাজার ৩২৫ কোটি ৪৯ লাখ টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য ২৯ কোটি ১৩ লাখ টাকা।
মঙ্গলবার এনইসির সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান।
বৈঠকে কুষ্টিয়া শহর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প, খাগড়াছড়ি জেলার বিভিন্ন সড়কে পিসি গার্ড সেতু, আরসিসি সেতু, আরসিসি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প এবং শিক্ষার মানোন্নয়ন লক্ষ্যে জেলা সদরে অবস্থিত সরকারি পোস্ট গ্রাজুয়েড কলেজগুলোসহ আরো দুইটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।