স্পোর্টস ডেস্ক : বিশাল রানের নীচে চাপা পড়ে গেল সফরকারী শ্রীলংকা। এমনিতেই প্রথম টেস্টে হেরেছে। এবার দ্বিতীয় টেস্টে হেরে সিরিজ খোয়ানোর সামনে পড়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউজরা। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৩৯০ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।
বিশাল লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে ইতিমধ্যে দিমুথ করুনারত্নের উইকেট হারিয়েছে শ্রীলংকা। হাতে আছে এখনও পুরো ১দিন এবং ৯ উইকেট। জয়ের জন্য এখনও প্রয়োজন ৩৪৫ রান। রীতিমত অসম্ভব একটি কাজ।
ওয়েলিংটনে শেষ দিন যে কিউই পেসাররা ঝড় তুলবেন তাতে কোন সন্দেহ নেই। উইকেটে রয়েছেন কুশল সিলভা ২০ রানে এবং ধামিকা প্রাসাদ ১ রানে। ১৭ রান করে আউট হয়েছেন করুনারত্নে। চতুর্থ দিন শেষে লংকানদের সংগ্রহ ১ উইকেটে ৪৫ রান।
আগের দিনের ৫ উইকেটে ২৫৩ রান নিয়ে মঙ্গলবার চতুর্থ দিনে খেলতে নামেন দুই কিউই ব্যাটসম্যান কেনে উইলিয়ামস আর বিজে ওয়াটলিং। এই জুটি শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন ছিল। ৬ষ্ঠ উইকেটে রেকর্ড জুটিতে গড়েছেন অপরাজিত ৩৫৬ রানের ইনিংস।
উইলিয়ামস অপরাজিত ছিলেন ২৪২ রানে আর ওয়াটলিং অপরাজিত থাকেন ১৪২ রানে। ৫ উইকেটে ৫২৪ রানের বিশাল স্কোর গড়ে ইনিংস ঘোষণা করেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
প্রথম ইনিংসে ২২১ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে লংকান ব্যাটসম্যান কুমারা সাঙ্গাকারা একাই করেন ২০৩ রান। লংকানরা অলআউট হয় ৩৫৬ রানে। ১৩৫ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিক নিউজিল্যান্ড।