স্পোর্টস ডেস্ক : অধিনায়ক এর আগেও ছিলেন। তবে সেগুলোর সবই ভারপ্রাপ্ত হিসেবে। এবার ভারমুক্ত হয়ে দলকে নেতৃত্ব দিতে এসে সত্যি সত্যি বিাশল রানের নীচে চাপা পড়তে হচ্ছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। সিডনি টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথমদিন ভারতীয় বোলারদের রীতিমত শাসন করেছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।
সিডনি টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩৪২। তাও মাত্র দুই উইকেট হারিয়ে। সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার। ১০১ রানে আউট হয়েছেন তিনি। সেঞ্চুরির একেবারে কাছাকাছি গিয়ে আউট হয়েছেন ক্রিস রজার্স। মাত্র ৫ রান দুরে থাকতে, ৯৫ রানেই সাজঘরে ফিরে যান এই অসি ওপেনার।
ক্রিজে রয়েছেন সেট হয়ে যাওয়া দুই ব্যাটসম্যান শেন ওয়াটসন এবং স্টিভেন স্মিথ। ওয়াটসন করেছেন ১৩২ বলে ৬১ রান এবং ১৩৪ বলে ৮২ রানে রয়েছেন অধিনায়ক স্মিথ।
সিডনিতে ভারতের বিপক্ষে একটি অনন্য রেকর্ডও গড়ে ফেলেছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। এই প্রথম ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে শীর্ষ চার ব্যাটসম্যানই পার হয়েছেন ৫০-এরও বেশি রানের স্কোর। একই সঙ্গে ক্রিস রজার্সও এই প্রথমবার একই সিরিজে ৫টির বেশি হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন, অথচ একটিও সেঞ্চুরি নেই।
মেলবোর্ন টেস্টের পর হঠাৎ কইে যখন অবসরের ঘোষণা দিয়ে বসেন মহেন্দ্র সিং ধোনি, তখনই সিডনি টেস্টের জন্য অধিনায়ক ঘোষণা করা হয় বিরাট কোহলিকে। ধোনি না থাকায় ভারতের বর্তমান দলটি টেস্ট ক্রিকেটে একেবারেই অনভিজ্ঞ একটি দল। অধিনায়ক বিরাট কোহলিরই সর্বোচ্চ ৩৩টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে শুধু। এছাড়া রবিচন্দ্র অশ্বিনই শুধু সর্বোচ্চ ২৩টি টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার।
সিডনিতে সকালে মাঠে নামার আগে স্মরণ করা হয় ফিল হিউজকে। তার স্মরণে স্থাপন করা হয় স্মৃতিফলক। এরপর স্টিভেন স্মিথের সঙ্গে টস করতে নামেন কোহলি। টসে জিতে ব্যাটিং বেছে নেন স্মিথ। শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন ওয়ার্নার আর ক্রিস রজার্স। ওয়ানডে স্টাইলে খেলে প্রথম ১০ ওভারেই দু’জন তুলে নেন ৫৬ রান।
দ্রুত নিজের ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পূরণ করেন ওয়ার্নার। সেঞ্চুরিটি তিনি উৎসর্গ করেন বন্ধু হিউজকে। ২০০ রানের জুটি গড়ে ১১৪ বলে ১০১ রান করে আউট হয়ে যান ওয়ার্নার। ক্রিস রজার্স আউট হন ৯৫ রান করে। এরপর ওয়াটসন আর স্মিথ মিলে এখনও ১৪৪ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন।