ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

তরুনদের নিয়েই ভারতের বিশ্বকাপ দল

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৬, ২০১৫ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

Indiaস্পোর্টস ডেস্ক : একঝাঁক তারুণ্য নিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে শিরেোপা ধরে রাখার লড়াই করবে অন্যতম ফেভারিট ভারত। খুব জ্বল্পনা-কল্পনা ছিল, যুবরাজ সিংকে নিয়ে। কিন্তু তাকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্বাচকরা।
গত বিশ্বকাপজয়ী দলের মাত্র ৪জন সদস্য রয়েছে এবারের দলে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, সুরেশ রায়না এবং রবিচন্দ্র অশ্বিন। বাকি ১১জনই নতুন। এদের মধ্যে আবার স্টুয়ার্ট বিনি ও অক্ষর প্যাটেল একেবারেই নবিশ।
বিশ্বকাপের জন্য যে ৩০জনকে প্রাথমিক বাছাইয়ের দলে রাখা হয়েছিল তাদের ভেতর থেকেই ১৫জনকে চূড়ান্ত দলে রাখা হয়েছে। বাইরে থেকে কাউকে কাউকে নেওয়ার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা সত্য প্রমানিত হয়নি।
বিশ্বকাপের এই দলটিতে রয়েছে ৫জন স্পেশালিস্ট ব্যাটসম্যান, দুইজন উইকেটরক্ষক ব্যাটসম্যান, দুইজন বাঁ-হাতি স্পিনারসহ তিনজন অলরাউন্ডার, এজন মিডিয়াম পেসারসহ মোট চারজন পেসার এবং একজন স্পেশালিস্ট স্পিনার। এই ১৫জনের বাইরে দুই পেসার ধাওয়াল কুলকার্নি এবং মোহিত শর্মা চলতি টেস্ট সিরিজ শেষে অস্ট্রেলিয়া যাবেন ত্রি-দেশীয় সিরিজ খেলার জন্য। এই দু’জনকে রেখে দেওয়া হবে স্ট্যান্ডবাই হিসেবে।
বেশ গুঞ্জন চলছিল অলরাউন্ডার রবিন্দ্র জাদেজাকে নিয়ে। কাঁধের ইনজুরির জন্য অস্ট্রেলিয়া সফর বাকি রেখেই দেশে ফিরে আসতে হয়েছে তাকে। বিশ্বকাপ দলেও তাকে রাখা হবে কি না তা নিয়ে ছিল বেশ সন্দেহ। অবশেষে, তাকে রেখেই দল ঘোষণা করা হলো। নির্বাচকরা আশা করছেন, বিশ্বকাপের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। একই সঙ্গে হাঁটুতে ইনজুরি রয়েছে ইশান্ত শর্মারও। তার ব্যাপারেও আশাবাদী নির্বাচকরা।
বিসিসিআই সেক্রেটারি সঞ্জয় প্যাটেল বলেন, ‘বর্তমানে জাদেজা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে রয়েছেন। গত কয়েকদিনে বেশ ভালো উন্নতি করেছে সে। বিসিসিআইর ফিজিওর সঙ্গে জাদেজার বিষয়ে বিস্তারিত আলাপ করেছি আমরা। যে কারণে আমরা বেশ আশাবাদী, আগামী ১০ দিনের মধ্যেই সে পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবে।’
ইশান্ত শর্মা সম্পর্কে সঞ্জয় প্যাটেল বলেন, ‘তার ইনজুরি খুব বেশি গুরুতর নয়। ফিজিওর পরামর্শেই ঝুঁকি না নিতে শুধু তাকে চলতি টেস্ট সিরিজে খেলানো হচ্ছে না। আশা করি সামনে ত্রি-দেশীয় সিরিজে সে ফিট হয়ে উঠবে।’
যুবরাজ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমাদের বৈঠকে যুবরাজ কেন, সম্ভাবনাময়ী আরও বেশ কয়েকজনকে নিয়ে আলোচনা করা হয়েছে। তবে ৫জন নির্বাচকের সঙ্গে আলাপ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যে ৩০জনকে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে, তাদের মধ্য থেকেই ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড গঠন করা হবে।’
বিশ্বকাপে ভারতীয় দল
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, আম্বাতি রাইদু, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেষ যাদব, ভুবনেশ্বর কুমার, স্টুয়ার্ট বিনি।