স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিসিবির প্রকাশিত সূচিতে দেখা যাচ্ছে, আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পরই ৩০ জুন বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
সূচিতে রয়েছে, বাংলাদেশ সফরে টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট, দুই ম্যাচের টি২০ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে প্রোটিয়ারা।
৩ জুলাই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এক মাত্র টি২০ প্রস্তুতি ম্যাচ দিয়েই শুরু হবে প্রোটিয়াদের বাংলাদেশ সফর। এরপর ৫ ও ৭ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি টি২০ ক্রিকেট ম্যাচ। একই ভেন্যুতে ১০ ও ১২ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম দুটি ওয়ানডে এবং এরপর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামের একই ভেন্যুতে ২১ জুলাই থেকে শুরু হবে প্রথম টেস্ট। এরপর সফরের শেষ প্রান্তে ৩০ জুলাই ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর দেশে ফিরে যাবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।