বিনোদন ডেস্ক : নাইওরে যাচ্ছেন সিমলা। তবে তিনি কারো বাড়িতে নাইওর যাচ্ছেন না। তিনি নাইওর নামে নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। আর এ ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। এটি নির্মাতার প্রথম চলচ্চিত্র। এ চলচ্চিত্রে সিমলাকে একজন বাইজির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলে জানান নির্মাতা।
এ ছবিতে আরো অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, রাশেদ মামুন অপু, সাদিয়া প্রমুখ।
রাশিদ পলাশ বলেন, ‘এটা আমার প্রথম চলচ্চিত্র। আমার লেখা গল্প নিয়েই এটি নির্মাণ করছি। আমি আমার প্রথম চলচ্চিত্রে সকলের সহযোগিতা চাই। সবার সহযোগিতা নিয়ে একটি ভালো সুন্দর ছবি নির্মাণের আশা নিয়ে শ্যুটিংয়ে নামছি।’
এ ছবির সংগীত পরিচালক হিসেবে আছেন এফ এ সুমন এবং চিত্রগ্রাহক হিসেবে কাজ করবেন সাহেল রনি। কুষ্টিয়া এবং ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শ্যুটিং হবে। ৮ জানুয়ারি সকাল ১১টায় বিএফডিসিতে ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হবে।