বিনোদন ডেস্ক : তিনজন এলিয়েন। তারা মানুষ রুপে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে আসে। তাদের নিয়ে ঘটে নানা ঘটনা। তারা যুক্ত হয় একটি পরিবারের সঙ্গে। এরকম গল্প নিয়ে নির্মাতা মাসুদ মহি উদ্দীন নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ‘নীল নাগরিক’।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ, বন্যা মির্জা, ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনী, সাঈদ বাবু, প্রিয়া আমান, একে আজাদ সেতু, আহসান কবির, তেরেসা চৈতি, তিনু করিম, মিশু রহমান প্রমুখ। বর্তমানে ঢাকার উত্তরাসহ বিভিন্ন লোকেশনে এ নাটকটির শ্যুটিং চলছে।
নির্মাতা মাসুদ মহি উদ্দীন বলেন, ‘আমি আসলে চেয়েছি একটু ব্যতিক্রম একটি কাজ করতে। নানা সীমাবদ্ধতার মাঝেও ভালো কাজ করার চেষ্টা করেছি। বাংলাদেশের পটভূমিতে যতটা পারা যায় সেইভাবে আমরা এ নাটকে এলিয়নদের চরিত্র ব্যবহার করেছি। আমার আশা নাটকটি সবাই পছন্দ করবেন।’
তিনি আরো জানান শিগগিরই নাটকটি যে কোন একটি চ্যানেলে প্রচার হবে।