
মাঠ কর্মশালায় বক্তব্য রাখছেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান
নিজস্ব প্রতিনিধি : গত ৪ জানুয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্প (এসসিডিপি)’র উদ্যোগে ‘উচ্চমূল্য ফসল উৎপাদন ও বাজারজাতকরণে আদিবাসীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক একটি মাঠ কর্মশালা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার যুগিডাং গ্রামে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় গোদাগাড়ী চঁাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এসসিডিপিভুক্ত ক্ষুদ্র কৃষক দলের দুই শতাধিক আদিবাসী কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। বাংলাদেশের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী-আদিবাসীদের পিছিয়ে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের জন্য বিশেষ কার্যক্রম হাতে নেয়াই এই মাঠ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী জেলার উপ-পরিচালক কৃষিবিদ মো. হযরত আলী। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাইফুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসসিডিপি’র প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান তার বক্তব্যে আদিবাসীদের উন্নয়নে প্রকল্পটির অবস্থান এবং কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য সবার সামনে বিশদভাবে তুলে ধরেন। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (চাঁপাইনবাবগঞ্জ) মো. সাইফুল ইসলাম, আঞ্চলিক প্রকল্প ব্যবস্থাপক এবিএম মোস্তাফিজার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা (চাঁপাইনবাবগঞ্জ সদর) ড. মো. আব্দুল আজিজ, এসসিডিপি’র বিশেষজ্ঞ ড. নজরুল ইসলাম, ড. নওশের আলী সরদার ও ড. আব্দুল হক, সংশ্লিষ্ট দেওগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকতারুজ্জামান এবং ব্রাকের পক্ষ থেকে গোদাগাড়ী শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রশিক্ষণ বিশেষজ্ঞ ড. নজরুল ইসলামের সঞ্চালনায় দ্বিমুখী ও অংশগ্রহণমূলক আলাপ আলোচনার মাধ্যমে উচ্চমূল্য ফসল চাষে আদিবাসী কৃষকদের সমস্যা চিহ্নিতকরণ এবং সমস্যা সমাধানে কয়েক দফা সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হল, (১) চিহ্নিত সমস্যার আলোকে এক মাসের মধ্যে সকল ক্ষুদ্র কৃষক দলের সদস্যদের (যারা এখনো প্রশিক্ষণ পাননি) প্রশিক্ষণ প্রদান, (২) সকল ক্ষুদ্র কৃষক দল থেকে কমপক্ষে একজন করে সদস্য নির্বাচন করে মোটিভেশনাল টুর আয়োজন, (৩) বসতবাড়িতে সবজি চাষ ও ফল চাষের উপর গুরুত্বারোপ করে প্রদর্শনী ও পরামর্শ প্রদান, (৪) আগামী বর্ষা মৌসুমে ফলজ বৃক্ষ রোপনের ব্যবস্থা গ্রহণ এবং (৫) প্রয়োজনীয় ঋণ সহায়তা প্রদান।
অনুষ্ঠানের সভাপতি ও উপ-পরিচালক কৃষিবিদ মো. হযরত আলীর বক্তব্যের মধ্য দিয়ে মাঠ কর্মশালাটি শেষ হয়। কর্মশালায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন এসসিডিপি’র মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার ড. অশোক কুমার রায়।