বিনোদন ডেস্ক : ৮ জানুয়ারি রাত ১১টায় মমতাজ সঙ্গীত পরিবেশন করবেন ‘কিছু গল্প কিছু গান’ অনুষ্ঠানে। এ সঙ্গীতানুষ্ঠানে গানের পাশাপাশি রয়েছে গানের নেপথ্য গল্প, মমতাজের শিল্পী জীবনের অজানা গল্প এবং প্রাণবন্ত আড্ডা।
রুকসানা কবীর কাকলী’র পরিকল্পনা ও সঞ্চালনায় অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে।