বিনোদন ডেস্ক : ৮ জানুয়ারি রাত ৭টা ৩০ মিনিটে জমকালো আয়োজনে ‘আরটিভি ডেটল সেরা আমি সঙ্গে মা সিজন-৩ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ রিয়ালিটি শোর বিচারক হিসেবে আছেন অভিনেত্রী শম্পা রেজা, সাবেরী আলম ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ।
৭ থেকে ১২ বছরের শিশুরা তাদের মা’কে নিয়ে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। মা ও শিশুর জুটি নিয়ে পারফর্ম ভিত্তিক রিয়ালিটি শোটি প্রযোজনা করছেন শিবলী জিয়া।