বিনোদন ডেস্ক : ব্রিটেনের অক্সফোর্ড শহরে নাটকের দল ‘থিয়েটার ফোকস্’ তাদের ‘যমুনা’ নাটকটি নিয়ে ২০১২ সাল থেকে অক্সফোর্ড, বার্মিংহাম আর লন্ডনের দর্শকদের আলোড়িত করে আসছে। নতুন খবর হলো দলটি ঢাকায় আসছে তাদের দ্বিতীয় প্রযোজনা ‘যমুনা’র চারটি প্রদর্শনী করতে। ঢাকার প্রথম সারির নাট্যদল দেশ নাটক ও বটতলা’র আমন্ত্রণে ও যৌথ উদ্যোগে ‘যমুনা’ মঞ্চস্থ হবে ঢাকায়।
প্রথম দুটি প্রদর্শনী ৯ থেকে ১০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে অনুষ্ঠিত হবে। ১১ ও ১২ জানুয়ারি পরের দুটি শো অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে হলে। প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটকটি প্রদর্শনী হবে। নাটকটি রচনা করেছেন সেলিনা শেলী আর নির্দেশনায় আছেন মোহাম্মদ আলী হায়দার। ফেরদৌসী প্রিয়ভাষিনীর জীবনের আলোকে লেখা নাটক ‘যমুনা’।
যমুনা একজন ভাস্কর। তার প্রথম প্রদর্শনির আগে তাকে ভীষণ দ্বিধাদ্বন্দ্বে থাকতে দেখা যায়। সেকি তার অতীতের শেকল ভেঙে মুক্ত হাওয়ায় উড়বে নাকি পরিবার ও স্বজনের কথা ভেবে চুপই থাকবে। কিন্তু চুপ থাকলে যে প্রতিশ্রুতি ভঙের দায় এড়ানো যাবে না। কি করবে এখন যমুনা? বাংলাদেশের একজন ভাস্কর ও মুক্তিযোদ্ধা নারীর ব্যক্তিগত লড়াই ও বেঁচে থাকার গল্প নিয়েই ‘যমুনা’র গল্প।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সেলিনা শেলি, মাঞ্জুরুল হুসাইন শামীম, অদিতা হাসান, নোলক , অনিন্দিতা সরকার, সাদিয়া আহমেদ ও সোমা। আলোক পরিকল্পনায় আছেন মোহাম্মদ আলি হায়দার, সেট ও প্রপ্স মাঞ্জুরুল হুসাইন শামীম, সঙ্গীতে সুমেল চৌধুরী, কোরিওগ্রাফি সামিনা লুৎফা নিত্রা।