স্পোর্টস ডেস্ক : আফ্রিকান নেশনস কাপে ক্যামেরুন জাতীয় দলে জায়গা না পেয়ে অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন অ্যালেক্স সং।
মঙ্গলবার ২৭ বছর বয়সী ওয়েস্টহাম ফুটবলার নিজের ইনস্ট্রাগ্রামে লিখেন, ‘দেশের প্রতি ভালোবাসা কখনোই কমবে না আমার। কিন্তু এখন আমি ঘরোয়া ফুটবলেই মনোনিবেশ করতে চাই। আর ওয়েস্টহাম ইউনাইটেডে আমার ক্যারিয়ার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই।’
ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে লাল কার্ড পাওয়ার পর থেকেই জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েন সং। ক্যামেরুনের হয়ে ৪৭টি ম্যাচ খেলা ফুটবলার আরো লিখেন, ‘বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে সুযোগ না পাওয়া এবং আফ্রিকান নেশনস কাপে ডাক না পাওয়ায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি আমি।’ নিজের ফুটবল ক্যারিয়ারে বার্সেলোনা ও আর্সেনালের মতো ক্লাবেও খেলেছেন সং।