স্পোর্টস ডেস্ক : শুরুর ধাক্কা শেষ পর্যন্ত বিপর্যয় হয়ে দেখা দেয়নি ভারতের সামনে।
কিন্তু তারপরও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে কঠিন এক পরীক্ষাতেই নামতে হচ্ছে বিরাট কোহলি বাহিনীকে। লক্ষ্য হিসেবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ছুঁড়ে দেয়া ৫৭২ রানের হিমালয় তো আছেই। এর সাথে যোগ করুন অধিনায়ক ও খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনির শূন্যতা। তাছাড়া চতুর্থ টেস্টে নিজেদের প্রথম ইনিংসের প্রথম ওভারে মুরালি বিজয়ের উইকেট হারিয়ে সেই পরিস্থিতিটা আরো ঘোলাটে করে ফেলেছিল টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় উইকেটে রোহিত শর্মা ও লোকেশ রাহুল তা অনেকটাই সামলে নিয়েছেন। দিনশেষে ২৫ ওভার ব্যাট করে ১ উইকেটে হারিয়ে ৭১ রান ভারতের। অবশিষ্ট নয় উইকেট হাতে রেখে স্বাগতিকদের থেকে ৫০১ রান পিছিয়ে টিম ইন্ডিয়া।
মঙ্গলবার টেস্টের প্রথম দিনে ভারতের ওপর স্টিমরোলার চালিয়েছিল অস্ট্রেলিয়ার টপ অর্ডার। ১১৪ বলে ১০১ রান করেছিলেন ডেভিড ওয়ার্নার। পাঁচ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন স্বাগতিক দলটির আরেক ওপেনার ক্রিস রজার্স। ৯৫ রান করে মোহাম্মদ সামির বলে বোল্ড হয়েছিলেন নিউ সাউথ ওয়েলশের ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। এরপর টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নেন অসি অধিনায়ক স্টিভ স্মিথও। আগের দিনে সংগ্রহ করা ৮২ রানকে শেষ পর্যন্ত ১১৭ রানে গিয়ে থামেন তিনি। ৮১ রান করেছেন খারাপ সময়ের মধ্যে থাকা শেন ওয়াটসন। এরপর মিডল অর্ডারে জো বার্নস ও শন মার্শের সম্পূরক দুই অর্ধশতকে ১৫২.৩ ওভারে ৭ উইকেটে ৫৭২ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ভারতের পক্ষে পাঁচটি উইকেট নেন মোহাম্মদ সামি। একটি করে উইকেট পেয়েছেন রবিচন্দন অশ্বিন ও উমেশ যাদব।
এরপর লক্ষ্য তাড়ায় নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং নেমে তৃতীয় বলেই উইকেট হারায় ভারত। মিশেল স্টার্কের করা প্রথম ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে শূন্য রানেই সাজঘরে ফেরেন মুরালি বিজয়। তবে দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর সেই ধাক্কা কাটিয়ে ওঠার প্রত্যয় দেখান রোহিত শর্মা ও লোকেশ রাহুল। টেস্টের দ্বিতীয় দিন শেষে ২৫ ওভার ব্যাট করে এক উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করেছে ভারত। ৭৬ বলে ২ ছয় ও ৩ চারে ৪০ রান করে অপরাজিত আছেন মুম্বাইওয়ালা রোহিত শর্মা। অপর প্রান্তে ৭১ বলে ৩১ রান করে রোহিতকে সঙ্গ দিচ্ছেন সবে দ্বিতীয় টেস্ট খেলতে নামা লোকেশ রাহুল। দিন শেষে যারা ভারতের থেকে ৫০১ রান পিছিয়ে।