স্পোর্টস ডেস্ক : ২০১৪-১৫ মৌসুমে বিগব্যাশে নিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত ১৪ রান করে আউট হয়েছেন সাকিব আল হাসান।
বুধবার বেলেরিভ ওভালে স্বাগতিক হোবার্ট হারিকেনসের বিপক্ষে খেলায় ইনিংসের ১৬.২ ওভারে মেলবোর্ন রেনেগেডসের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন সাকিব। জাভিয়ের দোহার্টির বলে জর্জ বেইলির হাতে ধরা পড়ার আগে ১২ বলে দুই চারের সাহায্যে ১৪ রান করেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই দুই ওপেনার ম্যাথু ওয়েড (২) ও অ্যারন ফিঞ্চকে (৫) হারায় মেলবোর্ন। তবে তৃতীয় উইকেট জুটিতে কালাম ফার্গুসন ও বেন স্টোকসের দৃঢ়তায় সাত উইকেটে ১৬৩ রানের সংগ্রহ পায় সফরকারী দলটি।
৩৭ বলে বিস্ফোরক ৭৭ রান করেন স্টোকস, দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে ফার্গুসনের ব্যাটে। আর সাকিব দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ১৪ রান করেন। হোবার্টের বেন হিলফেনহাস ৩২ রানে তিন উইকেট দখল করেন। দুটি উইকেট গেছে ক্যামেরুন বয়েসের ঝুঁলিতে।