ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

অবরোধকারীর হামলায় প্রাণ হারালো যুবক

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৭, ২০১৫ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

সিরাজগঞ্জ প্রতিনিধি : হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অবরোধকারীদের হামলায় ইসমাইল হোসেন (৩২) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অপর একজন।
বুধবার ভোর সাড়ে সাতটার দিকে হামলায় আহত হলে তাৎক্ষণিক তাকে হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুর পৌনে একটার দিকে তিনি মারা যান।
নিহত ইসমাইল হোসেন জেলার শাহজাদপুর উপজেলার জংলিদহ গ্রামের সমশের ফকিরের ছেলে। তবে আহত সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সিরাজগঞ্জের হাটিকুমরুল রোড গোলচত্বর থেকে একটি অটোরিকশায় ওঠে উল্লাপাড়ার দিকে রওনা হয় ইসমাইল। পথে হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ায় শ্যামলীপাড়া এলাকায় রাস্তায় ওঁৎ পেতে থাকা অবরোধকারীরা সকাল সাড়ে ৭টার দিকে সিএনজি অটোরিকশাটির ওপর হামলা চালায়। এতে ইসমাইল হোসেন ও অটোরিকশাচালক আহত হন।
গুরুতর আহত ইসমাইল হোসেনকে প্রথমে উল্লাপাড়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দুপুর পৌনে একটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা অবরোধকারীদের হামলায় সিএনজি যাত্রীর মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।