নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হতে পারে বলে তার রাজনৈতিক কার্যালয় সূত্র জানিয়েছে।
বুধবার তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে তার ব্যক্তিগত চিকিৎসক পিজি হাসপাতালের সাবেক অর্থপেডিক্স বিভাগের প্রধান ডা. সিরাজ উদ্দিন আহমেদ তাকে দেখতে গেছেন।
বুধবার বেলা পৌনে ৩টায় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়া বেশ অসুস্থ। সাক্ষাৎ শেষে বের হওয়ার সময় কথা বলব।
এর আগের শিক্ষকদের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে যায়। তারা জানান, তিনি প্রচণ্ড অসুস্থ। আর এ কারণেই তার ব্যক্তিগত চিকিৎসককে ডাকা হয়েছে।
এদিকে খালেদার অবস্থা বিবেচনা করে তাকে হাসপাতালে স্থানান্তর করা হতে পারে বলে কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, ৫ জানুয়ারি রাত থেকেই অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। তিনি গুলশান কার্যালয়ে অবরুদ্ধ আছেন শনিবার ৩ জানুয়ারি থেকে।