ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় ১৫ মামলায় আসামি হাজারের বেশি

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৭, ২০১৫ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

2নিজস্ব প্রতিবেদক : ৫ জানুয়ারি ভাঙচুর, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় ১৫টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি-জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
দুই দল সমর্থক দুই শতাধিক আইনজীবীকেও এসব মামলায় আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় দায়ের করা মামলায় হত্যাচেষ্টা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের দায়িত্বশীল সূত্র এসব তথ্য জানায়।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মামলায় বর্ণিত আসামিরা ঘটনার জন্য দায়ী নন। গোয়েন্দা সংস্থা এ ঘটনা ঘটিয়েছে।’
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বলেন, ‘গত সোমবার হাইকোর্ট এলাকায় সংঘর্ষের ঘটনায় দুই থেকে আড়াইশ অজ্ঞাত পরিচয় আইনজীবীকে আসামি করা হয়েছে। সংঘর্ষের সময় হাইকোর্ট এলাকায় বিচারপতির গাড়ি ভাঙচুর, কনস্টেবল মোস্তাফিজুর রহমান ও হাইকোর্টের দ্বাররক্ষী আলমগীরকে পিটিয়ে আহত করা হয়। সেই সঙ্গে কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালানো হয়। এসব ঘটনায় এ মামলা হয়েছে।’
বাবুপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাহবুবুল আলম রাতে এ মামলা করেন বলে জানান তিনি।
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় সহিংসতা, অরাজকতাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টাকালে ৬৬ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এদের মধ্যে নিউমার্কেট থানায় ১ জন, লালবাগে ৫ জন, পল্টনে ৩৫ জন, মুগদায় ২ জন, ওয়ারীতে ৪ জন, সূত্রাপুরে ৩ জন, আদাবরে ৩ জন, গুলশানে ৬ জন, বনানীতে ৫ জন, ভাটারায় ১ জন ও দক্ষিণখান থানায় ১ জন রয়েছে।
তাদের কাছ থেকে ২৪টি ককটেল ও ২০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। এসব থানার পাশাপাশি মহানগরীর আরো বেশ কয়েকটি থানায় গ্রেপ্তারকৃতদের পাশাপাশি বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের আসামি করা হয়। এরমধ্যে পল্টন থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে আসামি করা হয়।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ। তারপরও প্রেসক্লাব, হাইকোর্ট এলাকায় সংঘর্ষ হয়।