নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার মো. ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৮ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন।
এ সময় আতাউর রহমান ননীর পক্ষে অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম ও ওবায়দুল হকের পক্ষে অ্যাডভোকেট শাহ মো. শাহআলম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
অপরদিকে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল, সাবিনা ইয়াসমিন মুন্নী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই মামলায় গত ৫ নভেম্বর তদন্ত শেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, এ দুজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের চারটি সুনির্দিষ্ট ঘটনায় অভিযোগ আনা হয়েছে।
অভিযোগের মধ্যে রয়েছে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুট। তদন্তে তাদের বিরুদ্ধে ১৫ জনকে হত্যা, প্রায় ৫শ বাড়িঘর লুট ও অগ্নিসংযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ওবায়দুল হকের বাড়ি নেত্রকোনার আটপাড়ায় ও আতাউর রহমানের বাড়ি কেন্দুয়া এলাকায়। মানবতাবিরোধী অপরাধের মামলায় এ দুই আসামি বর্তমানে আটক রয়েছেন।