ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

৪ মেগা চুক্তি নিয়ে বসছেন দুই প্রধানমন্ত্রী

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৬, ২০১৪ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

PMপ্রধানমন্ত্রীর কার্যালয়ে বিকেলে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে চারটি মেগা চুক্তি নিয়ে বৈঠকে বসছেন শেখ হাসিনা। এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশে জাপানী বিনিয়োগের নতুন মাত্রা উন্মোচিত হবে বলে ধারণা করছেন বিশিষ্টজনেরা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সফরে মোট ৪টি মেগা চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দেশের তৈরি পোশাক খাতের উন্নয়নের জন্য আলাদা জাপানী এক্সপোর্ট প্রোসেসিং জোন প্রতিষ্ঠা করা, দেশের রেল খাতের উন্নয়নে জাপানী সহায়তা বৃদ্ধি, তথ্য-প্রযুক্তি খাতে জাপান সরকারের ঋণ প্রদান এবং দেশের সেতু ও সড়ক যোগাযোগ খাতে অবকাঠামোগত উন্নয়নে জাপান সরকারের অনুদানের বিষয়গুলো রয়েছে।

এ ছাড়াও বৈঠকে দ্বীপাক্ষিয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে। বৈঠক শেষে একটি যৌথ ইশতেহারে স্বাক্ষর করারও কথা রয়েছে তাদের।

এ ছাড়া জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আসা তোশিবা, মিৎসুবিশিসহ জাপানের বড় কোম্পানিগুলোর প্রধান নির্বাহীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন বলেও জানা গেছে।

এদিকে আজ শনিবার দুপুরে ১২টা ৫৫ মিনিটে জাপান এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান। এরপর সসস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা গওহর রিজভী ও তিন বাহিনীর প্রধানসহ জাপান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।